ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও তার ছেলে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাত জাহান এ অভিযোগ করেন। তিনি সুলতানপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, ফিরোজুর রহমান ও তার ছেলে ওমর ফারুকের নির্বাচনের সময় যারা তাদের বিপক্ষে ছিল তাদেরকে এখন মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ফিরোজুর রহমান তার মদদপুষ্ট স্থানীয় খায়ের মেম্বারকে দিয়ে সকল অপকর্ম করাচ্ছেন। ওমর ফারুক তার নির্বাচনে কাজ না করায় প্রকাশ্যে আমার ছেলে শফিকুল ইসলাম হৃদয়কে হত্যার হুমকি দিয়েছিল। এ নিয়ে আমি আদালতে মামলা করেছিলাম।

তিনি আরও বলেন, আমার করা ওই মামলার জেরে সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামের একটি হত্যাকাণ্ডে আমার ছেলেকে জড়িয়ে দিয়েছেন ফিরোজুর রহমান। পরে আদালতে মিথ্যা জবানবন্দি দেখিয়েছে।

তবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে কেন হত্যা মামলার আসামি করা হয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানেন। আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আজিজুল সঞ্চয়/আরএআর