একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন বেদেনা
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি একটি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বেদেনা আক্তার তিন সন্তানের জন্ম দেন।
জানা যায়, বেদেনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার নূর ইসলামের স্ত্রী। ওই তিন নবজাতককে বর্তমানে ইনকিউবেটরে রাখা হয়েছে। রোববার রাতে বেদেনার প্রসব ব্যথা ওঠে।
বিজ্ঞাপন
পরে তাকে শহরের পাইকপাড়া এলাকার দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান স্বজনরা। পরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দেন বেদেনা।
চিকিৎসক খোকন দেবনাথ জানান, হাসপাতালের আসার পর প্রসূতির কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে। এ অবস্থায় দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচার করানো হয়। জন্ম নেওয়া শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় ইউকিউবেটরে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/এমএসআর