চাঁদপুরে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাকান্দা ইউনিয়নে লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কচুরিপানার মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ খালে লুকিয়ে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ, উপ-পরিদর্শক প্রভাষ প্রণয় দে, উপ-পরিদর্শক আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এসকেডি