পাস পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরার দায়ে চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

এ সময় ফিশিং ট্রলারে থাকা বিপুল ইলিশ ধরার জাল জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলেরা  পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা।

দুবলার জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, জব্দকৃত ফিশিং ট্রলারগুলো হচ্ছে- এফবি মায়ের দোয়া, এফবি মামা-ভাগ্নে, এফবি তাহিরা-১ এবং এফবি ইউসুফ। ট্রলার চারটির মালিক পিরোজপুরের রাজা মিয়া ও মোশারেফ হোসেন নামে দুই মৎস্য ব্যবসায়ী। তবে এ ঘটনায় আটক ৪৪ জেলের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো পাস পারমিট ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে মাছ ধরছিলেন এই জেলেরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তানজীম আহমেদ/আরএআর