রকিবুল হাসান শিবলী

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হাসান শিবলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর রকিবুল হাসান শিবলীকে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে। 

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) যাচাই-বাছাইয়ে রকিবুল হাসান শিবলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, আগামী ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর রকিবুল হাসান শিবলীকে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, চলতি বছরের ৮ মে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম মারা যান। এতে তার পদটি শূন্য হয়। মো. ছারওয়ার আলম টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এসকে রাসেল/আরএআর