ইসলামী আন্দোলন বাংলাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতারা। রোববার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত এবং নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা, নির্বাচনে সহিংসতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং কেন্দ্র দখলের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য নির্বাচন কমিশনের সর্বোচ্চ দায়িত্ব পালনের দাবি জানিয়েছেন দলের নেতারা।

বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা আবদুল্লাহ ইমরান, সহসভাপতি মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদ, সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জাহিদুল ইসলাম, মুফতি আশরাফুল ইসলাম, হারুনুর রশিদ, হুমায়ুন কবির, আবু সাঈদ ও আব্দুস সাত্তার প্রমুখ।

মোহাম্মদ মিলন/এমএসআর