শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। অভিযুক্ত আসামি বাবুল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ এপ্রিল চরশেরপুর সাতানিপাড়া গ্রামের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) ফুঁসলিয়ে অপহরণ করে বাবুল কবিরাজ। পরে তাকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বাবুল। একপর্যায়ে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাবুল ওই কিশোরীকে ঢাকায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক বাবুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। 

২০১৯ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে অভিযোগ প্রমাণিত হয়। এরপর ১৯ সেপ্টেম্বর রোববার দুটি ধারায় বাবুলকে ৪৪ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

জাহিদুল খান সৌরভ/এমএএস/জেএস