ময়মনসিংহে ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ঘটনা ঘটেছে। ফোন করে এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও খবর পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে সতর্কবার্তা প্রচারের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
বিজ্ঞাপন
জানা গেছে, ইউএনওর সরকারি নাম্বার থেকে উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের মোবাইল নম্বরে মঙ্গলবার দুপুর ১টার দিকে অন্তত ৫ বার কল করা হয়। কল করে জেলা প্রশাসকের ব্যক্তিগত একটি নম্বর দিয়ে বলা হয় ৫ হাজার টাকা পাঠাতে। ইউএনও টাকা পাঠাতে বলায় দ্রুত সেই টাকা পাঠান চেয়ারম্যান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা হওয়ার পর টাকা পাঠিয়েছেন জানানো হলে ধরা পরে বিষয়টি। ইউএনও কোনো ফোন করেননি ও টাকা পাঠাতে বলেননি জানালে সামনে আসে ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়া প্রচারক চক্রের তৎপরতার বিষয়টি। পরে ইউএনও এ নিয়ে ফেসবুকে সতর্কতামূলক স্ট্যাটাস দেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিজ্ঞাপন
সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে কল আসায় টাকা পাঠিয়ে দেই। কিন্তু পরে জানতে পারি এটি প্রতারকচক্রের কাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, মুঠোফোনের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে। একইসাথে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
উবায়দুল হক/এমএসআর