পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে ডুবে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে নেমে ওই দুই কিশোর জোয়ারের স্রোতে ভেসে যায়। 

এ সময় হাত উঁচু করে সাহায্য চাইলে পুলিশ বক্সে দায়িত্বরত এসআই জুয়েলসহ চার পুলিশ সদস্য তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে ওয়াটার বাইকের সাহায্যে দুই কিশোরকে নিরাপদে তীরে নিয়ে আসেন পুলিশ সদস্যরা।

উদ্ধারকৃত পর্যটকরা হচ্ছে-  ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া এলাকার মোস্তাফিজুর রহমানের (১৩) ও বরগুনার আমতলী উপজেলার বাইজিদ (১৭)। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধ পরিকর। জোয়ারের সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। 

কাজী সাঈদ/আরএআর