মানিকগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
র্যাবের হাতে আটক নবু মিয়া ও রবিউল আলম
মানিকগঞ্জ সদর উপজেলার নওখন্ডা এলাকা থেকে ৬৮৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব-৪।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফেনসিডিলসহ আটক দুইজনের তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অনু মং।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নওখন্ডা এলাকার মো.নবু মিয়া (৪০) এবং মো. রবিউল আলম চৌধুরী।
র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অনু মং জানান, রোববার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওখান্ডা এলাকা থেকে নবু মিয়া ও রবিউল আলম চৌধুরীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া একটি মোটরসাইকেল এবং ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। রাতেই আটক দুইজনকে মানিকগঞ্জ সদর থানায় সোর্পদ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। আসামিদের সোমবার (১৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
এসপি