সরগরম পুরাতন শীতবস্ত্রের বাজার

লকডাউনে প্রকৃতি তার নিজস্ব রূপ ফিরে পেয়েছে। তাই এবার শীতের আগমন ঘটেছেও সময়মতো। সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাপমাত্রা কমছে, তার সঙ্গে বাড়ছে শীত।

আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি আসবে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। এই খবরের সঙ্গে সঙ্গে বাজারে জ্যাকেট, সুয়েটার, কম্বলসহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের চাহিদা বাড়তে শুরু করেছে। নতুন কাপড়ের সঙ্গে সঙ্গে জমে ওঠেছে পুরাতন কাপড়ের মার্কেটও।

ক্রেতারা বলছেন, অতিরিক্ত দাম হওয়ায় সাধ্যের বাইরে গিয়ে তারা কিনতে পারছেন না। অন্যদিকে, বিক্রেতারা বলছেন ক্রেতা আগের থেকে বাড়লেও বিক্রি বাড়েনি। 

সরেজমিনে ভোলা শহরের নতুন বাজার, কালিনাথ বাজার, কোর্ট মসজিদ মার্কেট পুরাতন কাপরের বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

রোববার (১৩ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের নতুন বাজার,কালিনাথ রায় বাজার, কোর্ট মসজিদ মার্কেট পুরাতন কাপরের বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। কেউ নতুন গাট্টি খুলে মালামাল বের করছেন। আবার গাট্টি ভাঙার সঙ্গে সঙ্গে ক্রেতারা সেখান থেকে নিজের চাহিদামত কাঙ্ক্ষিত পণ্য খুঁজে নিচ্ছেন।

কেনাকাটায় ব্যস্ত ক্রেতা

নতুন বাজার ব্যবসায়ী হারুন জানান, প্রতিদিন ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা বেচাকেনা হচ্ছে। শীত শুরু হওয়ায় আরও বেশি বিক্রি হওয়ার কথা। কিন্তু সেই পরিমাণ বেচাকেনা হচ্ছে না।

বিক্রেতা জামাল বলেন, তুলনামূলক বেচাকেনা কম। তবে আগের থেকে ক্রেতা বাড়ছে। শীত বাড়লে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি। 

পুরাতন কাপড় ব্যবসায়ী সৈকত জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বেড়েছে কিন্তু কেনাবেচা বাড়েনি।

ভোলা আবহাওয়া অফিসের জুনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মাহবুব রহমান বলেন, এখন থেকে কুয়াশা বেশি পড়বে, শীতও বাড়বে। এছাড়া আগামী সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহের শঙ্কা আছে।

এসপি