টুকেরবাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

সিলেট সদর উপজেলার টুকেরবাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টুকেরবাজারের সিলেট-সুনামগঞ্জ সড়কে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লেগেছিল বলে ধারণা করছি। আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

স্থানীয় বাসিন্দা শফিক মিয়া বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়ক সংস্কারের সময় গ্যাস লাইন লিকেজ হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তার পাশের এক চায়ের দোকানে আগুন জ্বালানোর পরই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে টিপু নামে ওই চা দোকানি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
 
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, টুকেরবাজারে আগুন লাগার ঘটনায় একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানি না। 

আরএআর