কুষ্টিয়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে রাসেল হোসেন আরজু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও জাল টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাসেল হোসেন আরজু কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকার ইব্রাহিমের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন কয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী।
বিজ্ঞাপন
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এ সময় আরজুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, আরজু দীর্ঘ দিন ধরে এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
বিজ্ঞাপন
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি ও জাল টাকাসহ রাসেল হোসেন আরজুকে আটক করা হয়েছে। আরজুকে আটকের পর সাক্ষীর জন্য নাম-ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০টি মোটরসাইকেল করে আরজুর লোকজন র্যাবের ওপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আরজুকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আরজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
রাজু আহমেদ/এসপি