কেএমপির ১৬ পুলিশ সদস্যের সন্তানদের সম্মাননা
খুুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১৬ পুলিশ সদস্যের সন্তানদের ২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় তাদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এ সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষে কেএমপির পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা তাদেরকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্।
আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক) তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও ছাত্র-ছাত্রীরা।
মোহাম্মদ মিলন/এমএসআর