চাঁদপুরে চুরির অপবাদে নারীকে নির্যাতন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা চুরির অপবাদ দিয়ে এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে আহত ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা। তাকে পেটানোর ফলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা যায়, নির্যাতিত ওই নারীর বাড়ি উপজেলার রুস্তমপুর গ্রামে। ৮ বছর আগে বিয়ে হয় তার। কিন্তু স্বামী তাকে ছেড়ে যাওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। কয়েক মাস আগে প্রতিবেশী মোস্তফা মিয়ার ছেলে কাউসার আলমের স্ত্রীর গলার একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। আর সেই চেইন চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় তাকে।
বিজ্ঞাপন
ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারী ও এক যুবক ভুক্তভোগীর নারীর হাত ধরেছেন। এর মধ্যে আরেক যুবক তাকে কাঠের গুঁড়ি দিয়ে পেটাচ্ছেন। ঘটনার শেষের দিকে নির্যাতিত নারীকে রক্ষায় কয়েকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
ভুক্তভোগীর বড় বোন বলেন, আমার বোন নাকি স্বর্ণের চেইন চুরি করেছে! এর জের ধরেই কাউসার আলমের ছোট দুই ভাই ইয়াসিন ও মোফাচ্ছের এবং তাদের মা শামছুন্নাহার আমার বোনের ওপর নির্যাতন চালায়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী বলেন, চুরির ঘটনার সঙ্গে আমি জড়িত নই। ২৪ সেপ্টেম্বর বিকেলে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির উঠনে বিনা কারণে আমার ওপর হামলা করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে পুরো পরিবার। যার কারণে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুরের জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, নির্যাতনের ভিডিও ফুটেজ দেখেছি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ফরিদগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
শরীফুল ইসলাম/এমএসআর