‘খেলাধুলার মাধ্যমে সোনামণিদের চিন্তা বিকশিত হবে’
রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেছেন, দেশের মানুষ অনেক বুদ্ধিমান এবং দাবা হলো মেধাভিত্তিক খেলা। এই খেলাধুলার মাধ্যমে আমাদের সোনামণিদের মেধা, চিন্তা, চেতনা বিকশিত হবে। তারা বাংলাদেশের ইতিহাস জানবে ও বঙ্গবন্ধুকে জানবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে রোববার (২৬ সেপ্টেস্বর) বিকেলে জয়পুরহাট জেলা রেটিং দাবালিগ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
বিজ্ঞাপন
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ দাবালিগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, জেলা আ.লীগের সম্পাদক জাকির হোসেন মন্ডল, শাহজালাল ইসলামী ব্যাংক জয়পুরহাট ম্যানেজার আরিফ বিল্লাহ।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, মোমেন আহমেদ চৌধুরী জিপি, গোলাম হাক্কানী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবুসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্য ও খেলোয়াড়রা।
চম্পক কুমার/এমএসআর