দুর্ঘটনাকবলিত ট্রাক

পাবনার চাটমোহরে আলুবোঝাই ট্রাক ঘরে ঢুকে লিটন সরকার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বল্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার এক সন্তানের জনক এবং পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

এ ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। 

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাকটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে আলুবোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তবে নিহতের স্ত্রী ও ছোট্ট ছেলে ঘরের বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে ও ট্রাকচালকের ঘুমের ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এসপি