যশোরের শার্শায় নাভারণ ক্লিনিক থেকে এক দিন বয়সী নবজাতক চুরির ১৯ দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঝিকরগাছার বাঁকড়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে পরিদর্শক দেবাশীষ মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন তারা। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ঝিকরগাছার বিল্লাল হোসেনের স্ত্রী রোখসানা খাতুন নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে একটি মেয়ে সন্তান প্রসব করেন। দুই দিন পরে হাসপাতালের বেডে থাকা অবস্থাতেই দুপুর ২টার দিকে নবজাতককে আর পাওয়া যায়নি। এ বিষয়ে নবজাতকের বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করলেও ছায়া তদন্তে মাঠে ছিল পিবিআই। 

জাহিদ হাসান/আরআই/আরএআর