ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি থেকে চরপাকা গ্রামে যাওয়ার পথে ৫০-৬০ জন যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো ১৫-২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। 

নিহতরা হলেন- পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মোসা. নিলুফা বেগম (৫০) এবং তার নাতি সিয়াম (০৫)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঢাকা পোস্টকে জানান, দুপুর আড়াইটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত দুই থেকে তিনজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েছেন। 

পদ্মা নদীতে উত্তাল ঢেউ, তীব্র বাতাস আর অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাটি ডুবে গেছে বলে জানান চরপাকা গ্রামের বাসিন্দা আল আমিন জুয়েল। তিনি জানান, বিশরশিয়া গ্রামের বাসিন্দারা  নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছেন।

জাহাঙ্গীর আলম/আরএআর/জেএস