ঈশ্বরদী আ.লীগের সভাপতি নায়েব, সম্পাদক মিন্টু
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কাউন্সিলে ভোটের ফলাফলের ভিত্তিতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলহাজ টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের সম্মেলনের তৃতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সভাপতি পদে নায়েব আলী বিশ্বাস পেয়েছেন ১৮২ ভোট, ইসাহাক আলী মালিথা পেয়েছেন ১১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ মিন্টু পেয়েছেন ১৭৭ ও সাকিবুর রহমান শরিফ কনক পেয়েছেন ১২৫ ভোট।
এর আগে বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সহসভাপতি ফরিদুল আলম ফরিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সর্বশেষ ২০১৩ সালের ১১ জুন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনে আনিসুন্নবী বিশ্বাস সভাপতি ও মকলেছুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর মধ্যে আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ায় কমিটির সহসভাপতি নায়েব আলী বিশ্বাস দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাকিব হাসনাত/এনএ