হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে এনএসআই ও পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

আটকরা হলো আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের মৃত বিশ্বেসর ঘোপের পুত্র শ্রীকৃষ্ণ দাস (৩০) ও শ্রীভাস চন্দ্র দাসের পুত্র ব্রজেশ্বর ঘোপ (৪৬)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের আমিরখানি কালভার্ট এলাকা থেকে থেকে পাচারকারীদেরকে আটক ও চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।

জানা যায়, দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) হবিগঞ্জের এডি মোশাররফ হোসেন বানিয়াচং থানা পুলিশকে সঙ্গে নিয়ে বানিয়াচং-জলসুখা সড়কের আমিরখানি কালভার্ট এলাকা অভিযান চালায়। এ সময় তাদেরকে আটক ও ভিজিডির ১৪ বস্তা চাল জব্দ করে তারা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, তাদেরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পাচার করা চাল কোথা থেকে আসছে শিগগিই জানা যাবে।

মোহাম্মদ নুর উদ্দিন/এমএসআর