হালুয়াঘাটে ট্রলি উল্টে দুই শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ট্রলি উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ধারা ইউনিয়নের ইটাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
বিজ্ঞাপন
নিহতরা হলেন হারুনুর রশিদ (৭০) ও হবিবুর রহমান (৫০)। তারা দুজনই উপজেলার সর্চাপুর এলাকার বাসিন্দা।
ওসি জানান, সর্চাপুর এলাকা থেকে একটি ট্রলিতে করে ১০ থেকে ১২ জন শ্রমিক হালুয়াঘাট স্থলবন্দরে কাজের উদ্দেশে যাচ্ছিল। পথে ইটাখলা এলাকায় ইঞ্জিনজনিত ত্রুটির কারণে ওই ট্রলিটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত আরেক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
উবায়দুল হক/এনএ