রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পরেছে ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় স্থানীয় জেলে মনির শেখের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি ৫২ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন।

জানা গেছে, মনির শেখ মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে মনির শেখ বলেন, সকালে দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। পরে জালে একটি বড় কাতলা মাছ ধরা পড়ে। বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে আনলে শাহজাহান শেখ ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, মনির শেখ ২৬ কেজির কাতলা মাছটি ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেই। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে ৫২ হাজার টাকায় বিক্রি করি।
  
জেলা মৎস্য অফিসার মো. রোকনুজ্জামান জানান, গোয়ালন্দ এলাকায় পদ্মা-যমুনার মিলনস্থল। যে কারণে নদীর গভীরতা বেশি। মাছের খাদ্য উৎপাদনও বেশি। সেই কারণে সারা বছর পদ্মা-যমুনার মিলনস্থল এলাকায় বড় বড় মাছ জেলের জালে ধরা পড়ে।

মীর সাসুজ্জামান/এমএসআর