ছেলের দেওয়া চুরির অপবাদ সইতে না পেরে মায়ের আত্মহত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ছেলের দেওয়া চুরির অপবাদ সইতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত রাহেলা খাতুনের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে বড়টিয়া ইউনিয়নের করজনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহেলা খাতুন ওই গ্রামের মো. অহেদ আলী খানের স্ত্রী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাহেলা খাতুনের চার ছেলে ও এক মেয়ে। একই গ্রামে মেয়ের বিয়ে হওয়াতে প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন রাহেলা।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাহেলা খাতুন মেঝ ছেলে বাবু খানের বাড়িতে খাবার খেয়ে মেয়ের বাড়িতে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ছেলে বাবু খান তার মায়ের কাছে এসে এক হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে মো. বাবুল মিয়া বলেন, আমি শুধু মাকে বলেছি এক হাজার টাকা এনেছ কেন? এ নিয়ে মায়ের সঙ্গে আমার সামান্য কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু আমি বলিনি। তারপর আমি আর জানি না। সকালে খবর পাই মা মারা গেছেন।
ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মায়ের সঙ্গে ছেলের টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।
সোহেল হোসেন/এমএএস