দুই ঘণ্টার মধ্যে মারা গেল চার সন্তান
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একে একে চার সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন ওই নারী। কিন্তু নবজাতকদের বাঁচানো যায়নি।
গৃহবধূ জেসমিন খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা এলাকার নির্মাণ শ্রমিক শহিদুল ইসলামের স্ত্রী। সাড়ে চার মাসের গর্ভবতী ছিলেন জেসমিন।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেন জেসমিন। অপরিণত হওয়ায় সেই নবজাতকও মারা যায়। পরে প্রসূতিকে রামেক হাসপাতালে নেন স্বজনরা। বর্তমানে তিনি হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে জেসমিন খাতুনের সঙ্গে রয়েছেন তার মা ফুলসন বেগম। তিনি জানান, প্রথমবার গর্ভধারণ করেন জেসমিন। সাড়ে চার মাসের গর্ভবতী ছেলেন তিনি। কিন্তু তিনি বাড়িতে অপরিণত কন্যা সন্তানের জন্ম দেন। সেখানেই নবজাতক মারা যায়। এরপর তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে সিজারের মাধ্যমে আরও চার ছেলে সন্তান জন্ম দেন জেসমিন। তাদেরও বাঁচানো যায়নি।
বিজ্ঞাপন
হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক রাফিদ মোস্তফা জানান, মাত্র সাড়ে চার মাসের গর্ভে ছিল নবজাতকগুলো। সবগুলোই প্রি-ম্যাচিউরড বেবি। অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়। পরে তাদের ইনকিউবেটরে নেওয়া হয়েছিল। কিন্তু বিকেল ৫টার মধ্যে চার নবজাতকের মৃত্যু হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর