অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে যশোরে ৫৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল বুধবার বিকেলে শহরের চাঁচড়া মৎস্যপট্টি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে র‌্যাব- ৬ যশোর ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সাক্ষরিত এক প্রেজ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে ভারতীয় ওই নাগরিককে সন্দেহজনক আটক করা হয়। এসময় তার নাম ঠিকানা জানতে চাইলে কিছুই বলেনি। শুধু বলছে ‘মে ভারত ছে আয়া’। এ কারণে তাকে আটকের পর মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

এদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

জাহিদ হাসান/এমএএস