নোয়াখালীতে টিকা না পাওয়ায় বিদেশগামীদের বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়ার পরও করোনা টিকা না পাওয়ায় প্রবাসী কর্মীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের সামনে এ বিক্ষোভ করেন টিকাপ্রত্যাশীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসএমএস পাওয়া কয়েকশ টিকাপ্রত্যাশী সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড হাসপাতালের সামনে জড়ো হন। তারা এসে দেখেন হাসপাতালের প্রধান গেটসহ সব কক্ষেই তালা ঝুলছে।
বিজ্ঞাপন
কথা বলার মতোও কাউকে পাননি তারা। এ সময় দূর-দূরান্ত থেকে আসা টিকাপ্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হয়। পরে ক্ষিপ্ত টিকাপ্রত্যাশীরা হাসপাতালের সামনেই বিক্ষোভ করেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে টিকা না থাকায় টিকা দেওয়া যায়নি। আমরা বিষয়টি গতকালই মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়েছি। এরপরও মানুষ চলে আসলে আমাদের কী করার আছে?
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমএসআর