কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টেল মেথ বা আইসসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে এসব আইসসহ তাকে আটক করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কেজি আইসসহ তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআর