পুলিশ ফাঁড়ি থেকে দোকানের দূরত্ব ৫০০ গজের মতো। রাতে সেখানে বাজার কমিটির ডিউটিও চলছিল। অথচ সেই বাজারের বড় টিনের দোকানে ঘটে গেল দুর্ধর্ষ চুরি।

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়নের নাকোল বাজারে পুলিশ ফাঁড়ি সড়কে শুক্রবার গভীর রাতে (০১ অক্টোবর) চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত টিন ব্যাবসায়ী হরষিত বিশ্বাস শনিবার বলেন, সকালে দোকান খুলে দেখি মালপত্র এলোমেলো, ক্যাশ বাক্স ভাঙা। চোররা ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এখনও হিসাব করে উঠতে পারিনি। তবে  বিষয়টি আমি নাকোল পুলিশ ফাঁড়িকে জানিয়েছি।

ডিউটি চলা অবস্থায় চুরির বিষয়ে জানতে চাইলে নাকোল বাজার কমিটির সভাপতি সুব্রত কুমার বিশ্বাস বলেন, ঘরের পেছন দিয়ে ঢুকে টিনের চালের স্ক্রু খুলে চোররা ভেতরে ঢুকেছিল। এ কারণে যারা ডিউটিতে ছিল তারা বুঝতে পারেনি।

সকাল সাড়ে ১০টার দিকে নাকোল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দীন বলেন, ঘটনা শুনেছি। এখন সেখানে যাচ্ছি।

এসপি