রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (০৩ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় জেলে রনজিৎ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে রনজিৎ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে এলে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, রনজিৎ হালদার ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে উন্মুক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় কিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভ রেখে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করি।

তিনি আরও বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় মাছ ধরা পড়ছে। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। এক্ষেত্রে দাম কোন বিষয় না।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, চিতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

মীর সামসুজ্জামান/এসপি