সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১১ সালে উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে। এ নিয়ে বিশৃঙ্খলা করবেন না।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু, আপনাদের নেত্রী একসময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই। তাদের ক্ষমতায় আনতে হবে, এটাই বিএনপির নিরপেক্ষতা।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় পদ্মা বহুমখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন কেন্দ্রের বরাদ্দকৃত লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। কাজেই বিশৃঙ্খলা করবেন না। আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির পক্রিয়া। রাতারাতি এটা বিকাশ হওয়ার সুযোগ নেই।

পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে সেতু সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন,পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর পক্ষে প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা প্লটসহ ক্ষতিপূরণ পাবেন- এটা অনেকেই বিশ্বাস করেননি। যা যা ওয়াদা করেছিলাম তার সবগুলো পূরণ করেছি। পদ্মা সেতু নির্মাণের জন্য অনেকে পূর্ব পুরুষদের সম্পত্তি দিয়েছেন। অনেকের কান্নাও রয়েছে। সবকিছুর বিনিময়ে পদ্মা সেতু পেয়েছেন।

সেতুমন্ত্রী আরো বলেন, নভেম্বর থেকে পদ্মা সেতুতে কার্পেটিং শুরু করা হবে। আর আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষে উদ্বোধন করা হবে। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজ ৯৫ শতাংশ, নদী শাসনের ৮৫ শতাংশ ও মূল প্রকল্পের কাজ ৮৮ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজেই পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি ২০ জনের মধ্যে প্লটের লিজ দলিল হস্তান্তর করেন।

এমএএস