মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আজ (০৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ বিক্রি, বিপণন, পরিবহন করা যাবে না। তাইতো শেষ মুহূর্তে রোববার রাতে ফরিদপুর শহরে ইলিশ কেনার হিড়িক পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ মাছের বাজারে ইলিশ কিনতে ভিড় জমাচ্ছে মানুষ।এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা এবং ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা।

ব্যবসায়ীরা জানান, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কুয়াকাটা, পাথরঘাটা থেকে এসব ইলিশ আড়তদারদের মাধ্যমে ফরিদপুরের বাজারে বিক্রি করা হয়। 

শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা শামিম আহম্মেদ (৩২) বলেন, ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ কেনা যাবে না। তাই আজ কিনে নিয়ে যাচ্ছি। তবে দাম আগের চেয়ে আজ রাতে বেশি রাখা হচ্ছে। কাল থেকে কয়েকদিন তো কিনতে পারব না। তাই আজ বেশি দাম দিয়েই কিনে নিচ্ছি।

এসপি