সাত ঘণ্টায় পাঁচ কিলোমিটার
বেলা বাড়লেও কমেনি পরিবহনের চাপ
বেলা বাড়লেও কমেনি ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহনের চাপ। ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধের কারণে সৃষ্টি হওয়া যানজট এখনও অপরিবর্তিত রয়েছে। টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে সিরাজগঞ্জের নকলা ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট রয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শুক্রবার (২২ জানুয়ারি ) দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুর দুপাশে থেমে থেমে পরিবহন চলাচল করছে।
বিজ্ঞাপন
ঢাকাগামী সামি পরিবহনের সুপারভাইজার সোহেল বলেন, ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে আসতে পারলেও বেলা সাড়ে ১২টায় সেতুর পূর্ব জোকারচর পর্যন্ত এসেছি। ফলে ৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লেগেছে ৭ ঘণ্টা।
এদিকে মহাসড়কে যানজটের ফলে ব্যাপক লোকসানের আশংকা করছেন কাঁচামাল ব্যবসায়ীরা। যথাসময়ে ঢাকায় কাঁচামাল পৌঁছানো নিয়ে হতাশ তারা।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে তৈরি হওয়া যানজট শুক্রবার সকাল পর্যন্ত গিয়ে ঠেকেছে।
এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কে জেলার কালিহাতীর সল্লা এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষের ফলে যানজটের সৃষ্টি হয়। দুপুর ১টা বেজে গেলেও মহাসড়কের পরিবহনের চাপ কমেনি। বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকাগামী লেনে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, বেলা বাড়লেও পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে উত্তরবঙ্গগামী পরিবহন ধীরগতিতে চলাচল করলেও ঢাকাগামী পরিবহনগুলো থেমে থেমে চলছে।
এমএসআর