ফজরের নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী রোকসানা বেগম (৫৫)। এরপর তর্কে জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী। একপর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান স্ত্রী। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী হাবিবুর রহমান।

বিষয়টি ঢাকা পোস্টকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল।

বুধবার (৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হাবিবুর রহমান হোসেনগাঁও গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।

রানীশংকৈল থানার ওসি জানান, বুধবার সকালের দিকে হাবিবুর থানায় এসে নিজে আত্মসমর্পণ করেন এবং তার জবানবন্দিতে জানান, নামাজ পড়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায় সময় তার কথা-কাটাকাটি হতো। আজ ফজরের নামাজ পড়তে বলা হলে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন হাবিবুর। এতে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী।

মো. নাহিদ রেজা/এনএ