মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা
মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ১৩ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৩ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে খবিরুল আলম চৌধুরীকে সভাপতি ও প্রফেসর ইন্তাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি হোসনে আরা, প্রফেসর উর্মিলা রায়, সদস্য অ্যাডভোকেট মহীউদ্দিন আহম্মেদ, আরশেদ আলী, সুনীল কুমার চক্রবর্তী, নাজমুল হাসান, রুহুল জামান সুজন, রিনা সাহা, কহিনুর আলম, সুনীল রঞ্জন খাঁ ও নাজমুন নাহার।
সৌজন্য সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জেলার সর্বস্তরে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কথা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এমএসআর