দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল

খুলনায় বাসের ধাক্কায় জাহিদ খান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার  (২২ জানুয়ারি) সকালে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় মোটরসাইকলটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। 

নিহত জাহিদ খান ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে। তিনি ডুমুরিয়া কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। আর জাহিদ খান মোটরসাইকেল নিয়ে খর্নিয়া থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বালিয়াখালী ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বাসটির সামনা-সামনি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই জাহিদ খানের মৃত্যু হয়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটকে যায়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানা পুলিশর সদস্যরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 

ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

আরএআর