গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে লড়াই সংগ্রামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার দখলদার সরকার। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যেতে হবে। 

বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে ছবির গল্প আয়োজিত স্বাধীনতা শীর্ষক স্মারক পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
               
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে। বাবার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিদেশ থেকেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই, নির্বাচন নেই, আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। পুলিশ শুধু বিএনপি আর ছাত্রদল নেতাদের আটক করছে। আমাদের লোকজন প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছে না। স্বাধীনতা আজ একটি গোষ্ঠীর কাছে আবদ্ধ রয়েছে। 

স্বাধীনতা শীর্ষক স্মারক পত্রিকার প্রকাশক খালেদ হোসাইন পরাগের সভাপতিত্বে ও পত্রিকাটির সম্পাদক আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান, স্থানীয় দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাকিব হাসনাত/আরএআর