ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা, ১০টি বৃক্ষ রোপন, মুক্তিযুদ্ধভিত্তিক ৫টি চলচ্চিত্র দেখা, সৎ উপায়ে উপার্জন ও মাদক সেবন না করার শর্তে যশোরে মাদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে এক বছরের জন্য মুক্তি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সোহানী পূষণ ব্যতিক্রমী এ রায় দেন। মুক্তিপ্রাপ্ত আসামি নয়ন কুমার সাহা (৪৫) যশোরের কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের কালারবাসা মোড়ের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৮ অক্টোবর নয়ন সাহা ৩ পুরিয়া হেরোইনসহ পুলিশের হাতে আটক হন। এ বিষয়ে কেশবপুর থানায় মাদকের একটি মামলা হয়। ওই মামলায় ২০১০ সালের ৩ মে যশোরের যুগ্ম ও জেলা জজ আদালতের বিচারক তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে নয়ন সাহা আপিল আবেদন করেন। আপিলের ওই মামলার রায়ে নয়নকে এক বছরের জন্য বিভিন্ন শর্তে মুক্তি দেওয়া হয়। জেলা প্রবেশন অফিসার শর্ত ভঙ হচ্ছে কীনা তা দেখভাল করবেন।

মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্ত নয়ন সাহা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তিনি সব শর্ত প্রতিপালন করবেন এবং তার মুরগির খামার পরিচালনা করে সৎ উপায়ে উপার্জন করবেন বলে আদালতকে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর আদালতের অতিরিক্ত পিপি আলতাপ হোসেন বলেন, মাদকের মামলায় তিন বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি নয়ন সাহা ১৭ বছর ধরে নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন। এর মধ্য দিয়ে তার এক প্রকার সাজাভোগ হয়ে গেছে। যে কারণে নতুন করে তাকে আদালতে না পাঠিয়ে কয়েকটি ভালো কাজ করার শর্তে এক বছরের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

শর্ত ভঙ হলে আগের রায়ের তিন বছরের সাজা বহাল থাকবে বলে আসামিকে নতুন রায় পড়ে শোনানো হয়েছে। এ সময়টাতে জেলা প্রবেশন অফিসার তাকে তত্ত্বাবধান করবেন।

জাহিদ হাসান/এমএএস