নওগাঁর পোরশায় জোড়া লাগানো যজম নবজাতক মারা গেছে। রোববার (১০ অক্টোবর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

এর আগে ২ অক্টোবর (শনিবার) উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। জন্মের ৯ দিন পর তাদের মৃত্যু হলো।

যমজ শিশুর বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলেন, এক বছর পর অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। এরপর তাদের ফিরিয়ে এনে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের মরদেহ হাসপাতাল থেকে এনে বাদ ইশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এসপি