দেশের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে ৭টি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ৪টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে জয়পুরহাট জেলা পুলিশ। সোমবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত সেপ্টেম্বর মাসে সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, শ্রেষ্ঠ এসআই জয়পুরহাট থানার এসআই উজ্জল মিয়া, শ্রেষ্ঠ এএসআই জয়পুরহাট থানার এএসআই রুহুল আমিন।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঢাকা পোস্টকে বলেন, গত সেপ্টেম্বর মাসে রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বিবেচনায় গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার, বিভিন্ন মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, জিডি নিষ্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদান,  ননএফআইআর প্রসিকিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে ৭টি শ্রেষ্ঠ অফিসারদের পুরষ্কারের মধ্যে ৪টি পুরস্কার অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ।

চম্পক কুমার/আরআই