হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে মিয়াদ মিয়া (২২) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ। দণ্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন-তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মিয়াদ মিয়া।  

সোমবার দুপুরে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে ওঠে ওই স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। এ সময় নির্মাণ শ্রমিক মিয়াদ ওই স্কুলছাত্রীকে অশ্লীলভাবে উত্ত্যক্ত করেন। শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানালে শিক্ষকরা উপজেলা প্রশাসনকে জানান। 

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে মিয়াদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোহাম্মদ নুর উদ্দিন/আরআই