মানিকগঞ্জ সদর উপজেলায় খামারে বিষ দিয়ে মাছ নিধন

মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা এলাকায় মাছের খামারে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) রাতে শামসুল হকের মাছের খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভু্ক্তভোগী খামারি শামসুল হক।

জিডি সূত্রে জানা গেছে, প্রায় ৮/১০ বছর ধরে শুশুন্ডা গ্রামের শামসুল হক পাশের ডাউটিয়া গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। রোববার রাতের কোনো এক সময় তার পুকুরে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা।

পরদিন সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে দেখেন— কোনো মাছ জীবিত নেই। সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে ভেসে ওঠা মরা মাছগুলো ধরে ওই গ্রামের মানুষ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় খামারির প্রায় ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়।

মাছ চাষের আয়েই সংসার চলে। পুকুরটি ইজারা নিয়ে তিনি মাছ চাষ করেছিলেন। তবে পুকুর ইজারা নেয়ার সময় ওই গ্রামের কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বিরোধ হয়। তার ধারণা ওই ব্যক্তিরাই তার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে। ভু্ক্তভোগী বলেন, বিরোধ থাকলে আমার সঙ্গে আছে, এতে ‘মাছে কী অপরাধ’।

ভুক্তভোগী খামারি শামসুল হক

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসআর