উদ্ধার হওয়া নবজাতক ও আটক মৌসুমী খাতুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া তিনদিনের নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে বিশেষ অভিযান চালিয়ে ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মৌসুমী খাতুন (২২) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি পল্টুর বস্তি হোসেন আলীর মেয়ে। স্বামী সজিব আলীর সঙ্গে ওই বস্তিতে থাকতেন মৌসুমী।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপনে খবর পেয়ে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তিতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। হারিয়ে যাওয়ার ২৭ ঘণ্টা পর অক্ষত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতক চুরির সঙ্গে জড়িত মৌসুমী খাতুনকেও আটক করা হয়েছে।  

তিনি আরও জানান, নবজাতকসহ অভিযুক্তকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। নবজাতকের বাবা ও দাদি এসেছেন। তার মা হাসপাতালে থাকায় নবজাতককে সেখানে নেয়া হচ্ছে। নবজাতক চুরির ঘটনায় আটক মৌসুমীর উদ্দেশ্য ও অতীত রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। বিকেল ৩টায় নগর ডিবি কার্যালয়ে অভিযানের আদ্যপান্ত জানানো হবে।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে হারিয়ে যায় তিনদিনের নবজাতক। 

মা শিল্পী রবিদাস কমলির চোখ ফাঁকি দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যেই হাসপাতাল থেকে তিনদিনের নবজাতককে নিয়ে উধাও হন মৌসুমী। কিন্তু ঘটনার সময় ওই হাসপাতালের সব সিসি টিভি ক্যামেরা বন্ধ ছিল। ফলে নবজাতক উদ্ধারে নেমে বেগ পেতে হয়েছে পুলিশকে। পরে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

নবজাতকের বাবা মাসুম রবিদাস রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনেই জুতা সেলাইয়ের কাজ করেন। তিনি নগরীর লক্ষ্মীপুর আইডি হাসপাতাল রবিদাসপাড়ার বাসিন্দা। প্রথম সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা হয় এই দম্পতির। 

আরএআর