নড়াইলে ৩ দিনব্যাপী মোসলেম মেলার উদ্বোধন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের তারাপুরগ্রামে জারি সম্রাট মোসলেম উদ্দিন স্মৃতি পরিষদের আয়োজনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

এ সময় জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।

আরও উপস্থিত ছিলেন মোসলেম মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সদস্য সচিব সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, জারি সম্রাট মোসলেম উদ্দিন বয়াতির সন্তান অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, তিনি নড়াইলের সাংস্কৃতিক উন্নয়নে সব সময় পাশে থাকবেন। এর আগে তিনি নড়াইল সার্কিট হাউজে স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় ডিসি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সম্পাদক শরফুল আলম লিটু, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ।

এমএসআর