নরসিংদী সদর উপজেলার মধ্য শিলমান্দীতে গোলমেহের বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে একটি কলাবাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত আবদুল আলীর স্ত্রী। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলমেহের দুপুরের পর ছাগলের খাবারের জন্য ঘাস কাটতে বাড়ির পাশের কলাবাগানের দিকে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন। 

পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন কলাবাগানের ভেতরে ওই নারীর মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্বজনরা খবর পেয়ে সেখানে গিয়ে গোলমেহেরের মরদেহ শনাক্ত করেন। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গোলমেহেরের ঘাড়ে, পিঠে ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। 

রাকিবুল ইসলাম/আরএইচ