সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি
ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৭ অক্টোবর) জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞাপন
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা, কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক আরিফুল ইসলাম।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক সংগঠন। সংগঠনের পদে থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার (১৭ অক্টোবর) রাতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/আরএআর