বান্দরবানে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪
বান্দরবানের লামা উপজেলায় কেন্দ্রীয় হরিমন্দিরে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৬৯৬ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) লামা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখপূর্বক ও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
এর আগে ১৭ অক্টোবর একই ঘটনায় লামা থানার উপপরিদর্শক আশরাফ হোসেন বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। দুটি মামলায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারা হলেন কাউছার (৩৫), খালেক (৪০), আল আমিন (১৯) ও নিজাম (২৭)।
বিজ্ঞাপন
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, লামার হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর কুমিল্লায় কোরাআন অবমাননার প্রতিবাদে লামায় সমাবেশ পালিত হয়। সমাবেশ শেষে মুসল্লিরা চলে যাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে।
বিজ্ঞাপন
রিজভী রাহাত/এমএসআর