তেল কেনার পর ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন ক্রেতা
নেত্রকোনায় একটি ফিলিং স্টেশন থেকে ভেজাল তেল (ডিজেল) কিনে প্রতারিত হওয়ার পর অবশেষে ক্ষতিপূরণ পেলেন এক ক্রেতা। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলমের উপস্থিতিতে শুনানির পর তিনি এ ক্ষতিপূরণ পান।
এর আগে সাদ্দাম হোসেন নামের ওই ক্রেতা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট হিমালয় ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিজ্ঞাপন
জানা যায়, অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত হিমালয় ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান তাদের দোষ স্বীকার করে অভিযোগকারীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং অভিযোগকারীর সম্মতিতে তাকে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা প্রদান করেন। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিষয়গুলো মেনে চলার অঙ্গীকারও করেন মিজানুর রহমান।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, সাদ্দাম হোসেন গত ২০ সেপ্টেম্বর কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশন থেকে তার মাহিন্দ্র গাড়ির জন্য ২ হাজার ৫০০ টাকার ডিজেল কেনেন। কিন্তু ওই ডিজেল গাড়িতে ভরার পর থেকেই গাড়িতে সমস্যা দেখা দেয়।
বিজ্ঞাপন
পরে এ ঘটনায় ২১ সেপ্টেম্বর দুপুরে তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর পরীক্ষায় নিশ্চিত হয় যে গাড়িতে দেওয়া ডিজেলে ভেজাল ছিল।
মো. জিয়াউর রহমান/এনএ