স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা। তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা পৌরসভায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে হিন্দু,মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ সমানভাবে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। শেখ হাসিনার শাসনামলে জাতিগত কোনো ভেদাভেদ নেই।   দলমত নির্বিশেষে সকলেই আমরা দেশের জন্য কাজ করব।

এ সময় বোদা পৌরসভা চত্বরে পথসভায় পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রমুখ। 

 পরে উপজেলার ময়দনাদিঘী ইউনিয়নের মনিরামজোত এলাকার সাবেক ছিটমল পুঠিমারীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন দুই মন্ত্রী।

রনি মিয়াজী/আরএআর