পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার পিকনিক কর্নার, তিরনই ও সিপাইপাড়া বাজারে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মহাসড়ক ও পাকা সড়কে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৯ আরোহীকে মোট ৬ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রত্যেক ব্যক্তিকে সচেতন করা হয়। 

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন, মহাসড়কে লাইসেন্সবিহীন অবৈধভাবে মোটর সাইকেল চালানোর দায়ে ৯ মোটর সাইকেল আরোহীকে জরিমানা ও সচেতন করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। 


মো. রনি মিয়াজী/এনএফ